৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

আল-আমিন আলী: ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শীর্ষক শ্লোগানে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন উপজেলা মাঠে  উক্ত মেলার  আয়োজন করে।

সকাল সাড়ে দশটায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বেলুন উড়িয়ে উক্ত মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি মেলায় আগত খুদে বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, বিজ্ঞান মেলা শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক করতে সাহায্য করবে।তারা আগামীর বিজ্ঞানী হবে।তাদের মাধ্যমে নিত্য নতুন সব প্রযুক্তি উদ্ভাবন হবে এবং তারা সেগুলো দেশের মানুষের কল্যাণে ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

উদ্বোধনী বক্তব্য শেষে  তিনি মেলায় আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রকল্প প্রদর্শন করেন  । মেলায় সর্বমোট   ১২ টি প্রকল্প প্রদর্শন করা হয়েছে। পরে  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুল হক, একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার, ভি আই ডিবির চেয়ারম্যান ওয়ালিউল্লাহ সেলিম, কেরানীগঞ্জ অফিসার্স ক্লাবের সদস্যগণ,যুব সংগঠক শহিদুল ইসলাম রাজু,সায়মন চৌধুরী, আসাদ প্রমুখ ।প্রকল্প প্রদর্শনী এর বিচারকের দায়িত্ব পালন করেন কেরানীগঞ্জ অফিসার্স ক্লাবের সদস্যগণ। বিচারকগন নিবিড়ভাবে প্রকল্পগুলো পর্যবেক্ষণ করেন এবং ফলাফল প্রদান করেন।

প্রকল্প প্রদর্শন এর জুনিয়র গ্রুপে ১ম হয়েছেন জিঞ্জিরা পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ২য় হয়েছে নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের মাকসুরা খাতুন আলিফ এর প্রকল্প,৩য় হয়েছে নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের নুসরাত, প্রত্যাশা আলম স্মরণ, শ্রাবন্তি এর প্রকল্প।  এছাড়াও অলিম্পিয়াডে এবং কুইজ প্রতিযোগিতায় জুনিয়র ও সিনিয়র গ্রুপের ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। উল্লেখ্য নয়াবাজার উচ্চ বিদ্যালয় সর্বোচ্চ সংখক ৮ টি পুরুস্কার অর্জন করে এবং নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র বিজ্ঞান শিক্ষক রাশেদ উল হক শ্রেষ্ঠ বিজ্ঞান শিক্ষক ২০২৫ নির্বাচিত হন।

More News...

চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ