পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে জাতীয়তাবাদী তাঁতি দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৮ফেব্রুয়ারী ২০২৫ মঙ্গলবার সকাল ১১টায় পটুয়াখালী জেলা তাঁতি দলের আহবায়ক মো.রফিকুল ইসলাম জুয়েল বিশ্বাস এর সভাপতিত্বে ও শফিকুল ইসলাম শাহিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষকীতে পায়রা ও বেলুন ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
এসময় জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আমি বলি দেশ এখনো ঠিক মতো স্বাধীন হয় নাই। আমরা অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই দেশ পরিচালনায় আমরা আপনাদের সর্বচ্চ সহযোগিতা করবো। আপনারা বছর বছর সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দিবেন, তা হবে না। একটা নির্দিষ্ট সময় সময় বেঁধে দিন। কতো দিন পরে নির্বাচন হবে। তিনি আরো বলেন, পটুয়াখালীতে ৫আগস্টের আগে দলের জন্য কে কি করেছেন, জেলা বিএনপির কাছে তা স্পষ্ট রেকর্ড আছে। তাই আন্দোলন এখনো শেষ হয়নি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। মানুষের মন জয় করে ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির ১নং সদস্য সাবেক পৌর মেয়র মোস্তাক আহম্মেদ পিনু, পৌর বিএনপির সভাপতি মো.কামাল হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মোফাজ্জল আলী খান দুলাল, মো.বশির আহম্মেদ মৃধা, মো.মিজানুর রহমান, মো.জিএস আলমগীর হোসেন বাচ্চু, মহিলা দলের সভাপতি আফরোজা সিমা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, মৎস্যজীবিদলের সভাপতি শফিকুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক শাহআলম তালুকদার জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুজন।
তাঁতি দলের উদ্ভোদন অনুষ্ঠান শেষে একটি আনন্দ ও শোভাযাত্রা র্যালি বের হয়। র্যালিটি ডিসি বাংলো থেকে শুরু করে পৌর নিউমার্কেট গিয়ে শেষ হয়।
এসময় পটুয়াখালী জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।