আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি: জামায়াত আমির

আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তি ও দলটির নিবন্ধন ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি।’

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। পল্টন থেকে বিক্ষোভ শুরু হয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে গিয়ে শাহবাগ প্রদক্ষিণ করে যমুনার সামনে দিয়ে আবার পল্টনে এসে শেষ হয়।

‘বিনাদোষে ১২-১৩ বছর তিনি কারাগারের নির্যাতন ভোগ করছেন। আর ১৩টি মিনিট তিনি জেলের ভেতরে থাকুক; সেটা আমরা চাই না। আমরা ভদ্র কিন্তু বোকা নই। আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না, বলেন ডা. শফিক।

জামায়াতে ইসলামীর নিবন্ধন অনতিবিলম্বে ফিরিয়ে দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, জালেম সরকার যা করেছে; আপনারাও কি তাই করবেন? এজন্য কি ছাত্র-জনতা জীবন দিয়েছে?

‘আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধ চলমান। রাজপথে জীবন দেওয়ার জন্য আমাদের হাজার হাজার ছাত্র-জনতা প্রস্তুত। সব ষড়যন্ত্র তারা ব্যর্থ করে দিয়েছেন।’

সমাবেশ ঘিরে পল্টন মোড়, বায়তুল মোকাররম, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, জিরো পয়েন্ট ও প্রেসক্লাব এলাকায় লোকে লোকারণ্য হয়ে যায়।

সমাবেশে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমরা আশা করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলন, স্বৈরাচারী সরকারে পতন পরবর্তীতে সব ধরনের বৈষম্য ও অবিচার জুলুমের অবসান ঘটবে। কিন্তু বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি সেটা ঘটেনি। সব রাজনৈতিক কারাবন্দির মুক্তি পেলেও মজলুম জননেতা আজহারুল ইসলাম মুক্তি পাননি। এট কেন হচ্ছে আমরা জানি না, ঠিক কী অজানা কারণে আজহারকে ফিরিয়ে দেওয়া হচ্ছে না।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে শিবিরের সেক্রেটারি বলেন, আমাদের চোখের ভাষা, হৃদয়ের ভাষা বুঝুন। মজলুম নেতা এ টি এম আজহারুল ইসলামকে মুক্তি দিন। নইলে রাজপথেই সমাধান।

More News...

চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ