খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

জনকথা ডেস্ক: খুলনার রূপসায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. সোহেল শেখ (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার তালিমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, সোহেল শেখের কাছ থেকে একটি লোহার হাঁসুয়া, একটি প্লাস, একটি ছোরা, একটি রাবারের টিউব, একটি ছেনি, একটি চায়নিজ কুড়াল, একটি কাপড়ের ব্যাগ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার সোহেল শেখ ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল নিয়ে রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের তালিমপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু খুলনা ক্যাম্প পুলিশের টহল টিম সেখানে উপস্থিত হওয়ায় তাঁদের ডাকাতির পরিকল্পনা নস্যাৎ হয়ে যায় এবং পালানোর সময় পুলিশ সোহেল শেখকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় রূপসা থানায় একটি মামলা হয়েছে। সহযোগী অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।

More News...

চান্দগাঁও থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত