সাতক্ষীরা বিআরটিএ অফিসে দুদকের অভিযান, দালাল আটক

সাতক্ষীরা বিআরটিএ অফিসে দুদকের অভিযান, দালাল আটক

জনকথা ডেস্ক: অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে সাতক্ষীরা বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে অভিযানে কার্যালয়ের নিচ থেকে দালাল আবুল হোসেনকে আটক করেন দুদকের সদস্যরা।

দুদক খুলনার সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বলেন, ‘সাতক্ষীরা বিআরটিএ অফিসের বাড়তি টাকা নেয়া হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় আবুল হোসেন নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করি। অভিযানে কিছু অভিযোগের সত্যতাও পেয়েছে দুদক।’

এ বিষয়ে অভিযোগগুলো রিপোর্ট আকারে কমিশনের পাঠানোর আগে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা কমিশন গ্রহণ করবে বলে জানান তিনি।

এ বিষয়ে সাতক্ষীরা বিআরটিএর সহকারী পরিচালক কেএম মাহবুব কবির বলেন, ‘দুদকের অভিযানে এক ব্যক্তিকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

More News...

চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ