এ মুহূর্তে ‘শীতকালের গুপ্তধন’ হিসেবে পরিচিত এই মাশরুমটি খুঁজে বের করার তীব্র প্রতিযোগিতা চলছে সৌদি আরবের উত্তরাঞ্চলীয় রাফহা সীমান্তের আল-শাহিন এলাকায়। শীতকালে সৌদিরা এই সীমান্ত এলাকায় দল বেঁধে ট্রাফল শিকারে মেতে ওঠে। এটা তাদের কাছে ঐতিহ্য আবিষ্কারের নেশা, প্রকৃতিকে কাছ থেকে জানার প্রেরণা।