২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫৮৫

২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫৮৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ সারাদেশে পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ৫৮৫ জন। এছাড়া অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৪৯২ জনকে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে ৫৮৫ জন ও অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত ১ হাজার ৪৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্টে উদ্ধার হওয়া অস্ত্র: একটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ৪৭ রাউন্ড গুলির খোসা, তিনটি কার্তুজ, একটি লোহার দা ও ৬টি চাকু।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলা চালায় পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে।

More News...

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ 

টঙ্গীতে মায়ের হাতে অবুঝ দুই শিশু ছেলে মেয়েকে বটি দিয়ে কুপিয়ে জবাই