কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ আমানুল ইসলাম (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার বল্লভপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আমানুল ইসলামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ পশ্চিমপাড়া গ্রামে। তিনি জমশেদ আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ মোরাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রুজু করা হয়েছে।

More News...

চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ