নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘দুর্নীতির সঙ্গে আপস করা যাবে না। আমরা চাই না মেধাবীরা ঝরে যাক। মেধাবীরা যদি ঝরে যেতে থাকে, তখনই অযোগ্য শাসকরা সমাজ শাসন করতে থাকে। খেয়াল করে দেখবেন, অযোগ্য ক্ষমতাবান ব্যক্তিদেরই মসজিদ কমিটির সভাপতি বানায়, যেখানে সেখানে চেয়ার দিতে হয়। শিক্ষকদের কিন্তু দেয় না। কিন্তু আমরা এই পরিস্থিতি বদলাতে চাই।’
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠানে সোমবার দুপুরে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের পড়াশোনা করতে হবে। জ্ঞান বৃদ্ধি করতে হবে। আপনার মধ্যে যদি তত্ত্ব ও তথ্য থাকে, তাহলে আপনি কারো সামনে কথা বলতে ভয় পাবেন না। সেজন্য আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। যতই কষ্ট হোক, আপনারা পড়াশোনা করবেন। পড়াশুনা করতে গিয়ে কারও অর্থ সীমাবদ্ধতা থাকলে আমাদেরকে জানাবেন।’
তিনি আরও বলেন, ‘আপনারা সবাই বিনয়ী হবেন। বিনয়ী হলেই আপনারা অনেক বড় হবেন। জীবনে কখনো কষ্ট থাকবে, কখনো ভয় থাকবে, কখনো আতঙ্ক থাকবে। দিনশেষে আমাদের সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সত্যের ওপর প্রতিষ্ঠিত রাখেন।’
ইসলামি চিন্তাবিদ মাওলানা মোস্তাক ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন শশীদল আলহাজ আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন স্মরণ, গাজী রুবেল প্রমুখ।