লা নানসা, ওয়ালা নাগফুর……..আমরা ভুলবো-না, ক্ষমাও করবো-না

লা নানসা, ওয়ালা নাগফুর……..আমরা ভুলবো-না, ক্ষমাও করবো-না

মো: অলিউদ্দীন:
একদিকে চলছে মধ্য ইউরোপে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। অন্যদিকে ইসরায়েলী বাহিনীর তথা-কথিত অজুহাতে হামাস নিধন কল্পে গাজায় যুদ্ধ। সেই যুদ্ধ ও চলমান ছিল বিগত ১৯ জানুয়ারী ২০২৫ পর্যন্ত, অতঃপর গত ১৯ জানুয়ারী ২০২৫ পরবর্তী থেকে ইসরায়েলী- গাজা যুদ্ধের বিরতির প্রথম পর্যায়ের বাস্তবায়ন চলছে।

এ বাস্তবায়নের অংশ হিসেবে একদিকে নিষ্ঠুর, নিমর্ম ও মানবতা বিরোধী ইসরায়িলী বাহিনী ইসরায়েলী কারাগার থেকে ফিলিস্তিনী জেল-বন্দীদের মুক্তি দিচ্ছে অন্যদিকে হামাসের হাতে ইসরায়িলী বন্দীদের মুক্তি দিচ্ছে। ফিলিস্তিনী রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে ফিলিস্তিনীদের স্বাধীনতাকামী সংগঠন হামাস, গত সপ্তাহে ফেব্রুয়ারী ১৫, ২০২৫- যুদ্ধ বিরতির প্রথম পর্যায় ৬ষ্ঠ দফায় বন্দী বিনিময় চুক্তির আওতায়, ইসরায়েলী প্রিজন কমিশনার কবি ইয়াকোবির সিদ্ধান্তে প্রেক্ষিতে ইসরায়িলী কারাগার থেকে ফিলিস্তিনী বন্দীদের ইহুদি ধর্মীয় প্রতীক “ডেভিট স্টার” খচিত নীল রংয়ের শার্ট পরিয়ে দেওয়ার পূর্বে ফটোসেশন করা হয়। অতঃপর ঐ সব ফটোশেসন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

অধিকন্তু, গত জানুয়ারী ১৯ থেকে ১৫ মাসের অধিক সময় ধরে ইসরাইল-হামাস যুদ্ধে ৬ষ্ঠ দফায় তিনজন ইসরাইল বন্দীর বিনীময়ে ৩৬৯ জন ইসরাইয়েল কারাগারে থাকা ফিলিস্তিনী জেল বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে। প্রথম ধাপে ছয় সপ্তাহে যুদ্ধ বিরতির ৩৩ জন ইসরায়িলী জিম্মীদের মুক্তি দিচ্ছে ফিলিস্তিনীদের স্বাধীনতাকামী সংগঠন- হামাস। বিনিময়ে ইসরায়েলী কারাগার থেকে ১৯০০ জেল-বন্দীদের মুক্তি দেওয়ার কথা রয়েছে ইসরায়েল সরকারের। গতকালও রোজ শনিবার ফেব্রুয়ারী ২২, ২০২৫ ও ৬ জন ইসরায়েলী জিম্মীদের মুক্তি দিয়েছে হামাস।

বিনিময়ে ইসরায়েলী কারাগার থেকে ৬২০ জন ফিলিস্তিনী জেল বন্দির মুক্তি দিয়েছে ইসরায়েলী সরকার। যদিও এখন পর্যন্ত হামাস মুক্তি দিয়েছে সর্বমোট ২৪ জন জিম্মীকে। বিনিময়ে ১১০০ জনের বেশি জেল বন্দী ফিলিস্তিনীদের মুক্তি দিয়েছে ইসরায়েল সরকার। এদিকে ফিলিস্তিনী স্বাধীনতা কামী সংগঠন হামাস জানিয়েছেন মুক্তি পাওয়ার পর ফিলিস্তিনী বন্দিরা বিভিন্ন স্থানে ওই নীল রঙের শার্ট জ¦ালিয়ে দেয়। ওই শার্ট জ¦ালিয়ে দেওয়ার ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। কারন দখলদার ইসরায়েলী বাহিনী ফিলিস্তিনী বন্দীদের বাধ্য করেছে এ নীল রঙের শার্ট পরিহিত থাকতে।

এ ধরনের ও সহিংস আচরনের প্রতিবাদে ফিলিস্তিনী বন্দীদের “ডেভিট স্টার” খচিত নীল রংয়ের শাটটিতে আরবীতে লেখা হয়েছে “লা নানসা ওয়ালা-নাগফুর অর্থাৎ আমরা ভুলবো-না, ক্ষমাও করবো-না।

More News...

দিল্লিতে চুরি হওয়া মোবাইল ফোন বিক্রি হয় বাংলাদেশে, বলছে ভারতীয় পুলিশ

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি