ঢাকার নবাবগঞ্জে কুদ্দুস বাহিনীর অত্যাচারে এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যা

ঢাকার নবাবগঞ্জে কুদ্দুস বাহিনীর অত্যাচারে এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যা

বসির আহামেদ: দোহার নবাবগঞ্জ(প্রতিনিধি)

নবাবগঞ্জ উপজেলা কৈলাইল ইউনিয়ন মেলেং গ্রামের কদ্দুস আর কদ্দুস বাহিনীর গং এর অত্যাচার সহ্য করতে না পেরে। বিষপান করে আত্নহত্যা করে জীবন দিতে হলো গ্রামের সাধারন একজন অসহায় মানুষ।নবাবগঞ্জ থানাধীন কৈলাইল ইউনিয়ন মেলেং গ্রাম এর নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গত ৪ দিন আগে জমি সংক্রান্ত ব্যাপারে দুই ভাইয়ের মধ্যে ভেজাল সমাধান করে দেবার কথা বলে ডেকে নিয়ে তার কাছে ২ লক্ষ টাকা চাদা দাবী করে,তাঁর পরের দিন থেকে টাকা চেয়ে চাপ দিতে থাকে নানান কৌশলে ভয়-ভীতি দেখাইয়া।চাদা দিতে রাজী না হওয়ায় তাকে চড়,

থাপ্পর এবং বিভিন্ন এলোপাথাড়ি মারধোর করে, এবং জোরপূর্বক খালি স্টাম্পে স্বাক্ষর রাখে।টাকা দেওয়ার মত সামর্থ্য না থাকায় সে বিষপান করে আত্নহত্যা করে।

আত্নহত্যা করার আগে এদের ব্যাপারে একটা ভিডিও রেকর্ড করে রেখে যায় তাঁর মেয়ের মোবাইলের মধ্যে। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় একটি অভিযোগ করা হয়েছে।পরিবারের বলেন: প্রশাসনের নিকট আকুল আবেদন রহিল দোষিদের কে দ্রুত আইনের আওতায় আনা হোক।

এবং গ্রামের জন-সাধারনের কাছে আমার বিনিতি অনুরোধ রহিল এই এই গ্রাম সমাজটা আপনার আমার আমাদের সকলের।

আমাদের সবার উচিৎ গ্রামকে সুরক্ষিত রাখা।রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে দাপটের কাছে যেন কোনঠাসা হয়ে আর কোন নূরুল হক আত্নহত্যা না করে।

বিচার বিবেগ আপনাদের কাছে ছেড়ে দিলাম। কুদ্দুস -রসিদ গং হটান গ্রাম বাঁচান।

More News...

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ 

টঙ্গীতে মায়ের হাতে অবুঝ দুই শিশু ছেলে মেয়েকে বটি দিয়ে কুপিয়ে জবাই