কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বসতভিটা জবরদখল ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী পরিবার।
রোববার (০২ মার্চ) দুপুরে উপজেলার শুভাঢ্যা পশ্চিম পাড়া রতনের খামার এলাকায় নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী বিউটি আক্তার।
লিখিত বক্তব্যে অভিযোগ করে তিনি বলেন, ২০০৬ সালে স্বামী ও তার নিজ নামে শুভাঢ্যা মৌজার ২৪৩ নং দাগে সাড়ে ৭ সতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে হাসিনা বেগম নামে একজন বসতবাড়িটি ভাড়া দেন। পরে হাসিনা বেগম তার পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। পরবর্তীতে হাসিনা বেগম বাড়িটি খালি করে দিতে বলা হলে, তিনি নিজের জমি দবি করে দখল করে রাখেন। এক পর্যায় তাদেরকে উচ্ছেদ করে বাড়িটি দখলমুক্ত করা হয়। পরবর্তীতে আমরা বাদি হয়ে আদালতে মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত উভব পক্ষের কাগজপত্র যাচাই বাছাই করে আমাদের মালিকানা বৈধ বলে আমাদের পক্ষে রায় দেন।
তিনি আরও বলেন, আমরা এখন আতঙ্কে আছি আবার কখন আমাদের উপর হামলা হয়। কিংবা আমাদের বাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা করে।আমাদের নিরীহ পরিবারটির ওপর আর কোনো অত্যাচার যাতে না হয়। আমাদেরকে আর কোনোভাবে যেনো হয়রানি না করা হয়। এইজন্য প্রশাসনের সহযোগীতা কামনা করি।
সংবাদ সম্মেলনে এসময় ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।