স্টাফ রিপোর্টার
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৯জন আহত হয়েছে।তারা হলেন,মোঃ জয়(২২),মোঃ রাব্বি(২৮),মোঃ লিটন (২৭), মোঃ সাগর (১৭), মোঃ সোহাগ (২৪), মোঃ অনিক (২৪), মোঃ ফারুক (২৫), মোঃ আরিফ (১৮)ও মোঃ ওয়াসিম (১৮)।
এদের মধ্যে জয় কে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে। সোমবার(০৩ ফেব্রুয়ারি) রাত সোয়া দুইটার দিকে এই ঘটনা ঘটে।পরে আহত অবস্থায় তাদের ৯জনকে গতরাত ৪টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা ৮জনকে ছেড়ে দেওয়া হয় ও১জন কে ভর্তি দেওয়া হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ হুমায়ুন আহমেদ জানান, আমরা খবর পেয়ে গতরাতে কাজলা স্কুল গলি এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা চলছিল।পরে আমরা ঘটনাস্থলে গিয়ে নয়জনকে আটক করি। পরে আহত অবস্থায় তাদের ৯জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। তাদের আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যায়, পরে জয় নামের একজনকে পুলিশ পাহারায় ভর্তি দেওয়া হয়েছে,১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে।তিনি জানান,এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের সবার বাসা কাজলার স্কুল গলি এলাকায়।