খুলনায় ছেলের ধারালো ছুরির আঘাতে মা আহত

খুলনায় ছেলের ধারালো ছুরির আঘাতে মা আহত

খুলনা প্রতিনিধি।। খুলনা মহানগরীতে ছেলে মো: আলী আকবরের ধারালো ছুরির আঘাতে মা মিনা বেগমের (৫০) গলায় গুরুতর জখম হযেছে। রোববার সন্ধ্যা সোযা ৬টার দিকে নগরীর বড় মির্জাপুর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সদরথানা পুলিশ আকবরকে আটক করেছেন বলে খুলনা সদর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন। মিনা বেগম ওই এলাকার মৃত করিম আলীর স্ত্রী।খুমেক হাসপাতাল ও পুলিশ জানায়, সন্ধ্যা সোয়া ৬টার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন শামসুর রহমান রোড বড় মির্জাপুর এলাকায় মা মিনাকে তার ছেলে মোঃ আলী আকবর কোন কারন ছাড়াই ধারালো ছুরি দিয়ে গলায়, কব্জিতে এবং পিঠে জখম করে।

পরবর্তীতে তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। মিনাকে হাসপাতালে সার্জারি-০২ বিভাগের (১১-১২) ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। তার অবস্থা খুবই সংকটাপন্ন। ছেলে আকবর সরকার মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ।

তাকে হেফাজতে নিলে সে বলতে থাকে আল্লাহর আদেশ বস্তবায়নের জন্য তার মাকে দা দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। বর্তমানে ছেলেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি আরও জানান।

More News...

চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ