জনকথা প্রতিবেদক।। দেশের মধ্যে ডিজিটাল লেনদেনের বেশির ভাগই ঢাকায় হচ্ছে। গত বছর মোট ডিজিটাল লেনদেনের ৮০ শতাংশ এবং মোট ব্যয়ের ৭৫ শতাংশ হয়েছে ঢাকায়। তবে গাজীপুর, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহেও ডিজিটাল পেমেন্ট ব্যবহার আগের বছরের চেয়ে বেড়েছে। ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা এ তথ্য দিয়েছে।
ভিসা বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সামগ্রিক ব্যয় ১৪ শতাংশ এবং লেনদেনের পরিমাণে ১৭ শতাংশ বেড়েছে। ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এ ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে অনলাইনে পেমেন্ট প্রদান।
এ নিয়ে ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, ‘আমাদের সর্বশেষ ট্রেন্ড বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশের মানুষ ডিজিটাল ও কন্টাক্টলেস পেমেন্ট সুবিধার দিকে ঝুঁকছে। ক্রেডিট ও ডেবিট কার্ড, অনলাইন এবং ইন-স্টোর পেমেন্টসহ দেশের মধ্যে ও আন্তর্জাতিক পরিসরে একই প্রবণতা লক্ষ্য করা গেছে। আমাদের দক্ষ ভিসা কনসাল্টিং ও অ্যানালিটিকস টিমের মাধ্যমে আমরা বাংলাদেশের ভোক্তা, ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রাহকদের জন্য নিরাপদ ডিজিটাল পেমেন্ট সুবিধা প্রদান করছি।’
ক্রস-বর্ডার ব্যয় নিয়ে ভিসার বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের আন্তর্জাতিক ব্যয়ের ৯০ শতাংশই হয়েছে ২০টি দেশে। এ ক্ষেত্রে শীর্ষ পাঁচ দেশ হচ্ছে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। গত বছর বাংলাদেশিরা ইন-স্টোর কেনাকাটায় সবচেয়ে বেশি ব্যয় করেছে ভারত, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে। ভারত ক্রস-বর্ডার ব্যয়ের শীর্ষে থাকলেও ২০২৪ সালে বাংলাদেশিদের কার্ডের মাধ্যমে ভারতে ব্যয় ১০ শতাংশ কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডে ব্যয় ২০ শতাংশের বেশি বেড়েছে।