কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধসহ উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন এই উচ্ছেদ অভিযান চালিয়েছেন। এসময় তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর এলাকায় মেসার্স ইমন ব্রিকস নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্প্রতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে এই অভিযান।
এ সময় অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন জানান, উপজেলার তেঘুরিয়া ইউনিয়নের বাঘৈর এলাকায় ইমন ব্রিকস নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এছাড়া জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই নিয়মনীতি না মেনে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করা হচ্ছিল।
কেরানীগঞ্জ এলাকায় অবৈধভাবে আরো অনেক ইটভাটা কার্যক্রম চালাচ্ছে। সেখানেও অভিযান চালানো হবে। আমাদের অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।