শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট

শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিনিধি: পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তাদের পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১০ মার্চ) দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন করা হয়, যা আদালতে দাখিলের প্রক্রিয়াধীন রয়েছে।

চার্জশিটে শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ, শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের নাম রয়েছে।

এছাড়া মামলায় অভিযুক্তদের মধ্যে আছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তা। তাদের বিরুদ্ধে পৃথক মোট ৮টি চার্জশিট দাখিল করা হয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন। এই বরাদ্দে সরকারি বিধিনিষেধ লঙ্ঘন করা হয়েছে এবং রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনিয়মে জড়িত ছিলেন।

এ ঘটনায় দণ্ডবিধি ১৬১, ১৬৩, ১৬৪, ৪০৯ ও ১০৯ ধারার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

শেখ হাসিনা ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছাড়ার পর ভারতে আশ্রয় নেন এবং এখনো সেখানেই অবস্থান করছেন। দুদক তার বিরুদ্ধে আরও ৩০০ মিলিয়ন ডলার বিদেশে পাচারের অভিযোগসহ বিভিন্ন প্রকল্পে ৮০ হাজার কোটি টাকার দুর্নীতির তদন্ত চালিয়ে যাচ্ছে।

More News...

পালিয়ে থেকে সম্পত্তি বেচতে ক্রেতা খুঁজছেন নসরুল হামিদ

ঋণের টাকা লুটের যত আয়োজন