পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মাসেই এ নিয়ে কিছু দৃশ্যমান অগ্রগতি হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
নিজস্ব প্রতিবেদক: বিদেশে পাচার হওয়া প্রায় কয়েক শ কোটি ডলার চলতি বছরেই ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ।
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মাসেই এ নিয়ে কিছু দৃশ্যমান অগ্রগতি হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
সালেহ উদ্দিন আরো বলেন, অর্থ ফেরত আনতে প্রায় ২০০টি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। এদের মধ্যে প্রায় ৩০টি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে সরকার।
পাচার করা টাকা উদ্ধারের জন্য প্রথম থেকেই অন্তর্বর্তী সরকার তৎপর জানিয়ে প্রেসসচিব বলেন, ‘প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলে আসছেন যে এটা বাংলাদেশের মানুষের টাকা। আমাদের টপ প্রায়োরিটির ভেতরে এটা থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের ফোকাস ছিল, পাচার করা টাকা কিভাবে আনা যায়।