নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালকের সঙ্গে এক নারীর মাদক সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে পিরোজপুরে শুরু হয়েছে তুমুল সমালোচনা।
ভাইরাল হওয়া এ ছবিতে দেখা যায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বাবুল সরকার একটি বেডরুমে খাটের ওপরে বসে খোলামেলা পোষাকে এক নারীর সঙ্গে ইয়াবা সেবন করছেন। এ সময় তারা পৃথক দুটি পাইপের মাথায় নেশা জাতীয় দ্রব্য লাগিয়ে সেবনে মত্ত রয়েছে।