কেরাণীগঞ্জে গ্যারেজ থেকে প্রাইভেটকার চুরি

কেরাণীগঞ্জে গ্যারেজ থেকে প্রাইভেটকার চুরি

 কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের সোনাকান্দা এলাকায় গ্যারেজ থেকে জাহাঙ্গীর আলম (৪৭) নামের এক ব্যাক্তির একটি প্রাইভেটকার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেরাণীগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে কেরাণীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান রুপালী বাংলাদেশকে প্রাইভেটকার চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার পর ভুক্তভোগী একটি অভিযোগ দায়ের করেছে, ঘটনাস্থল এবং এর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দ্রুততম সময়ের মধ্যেই গাড়িটি উদ্ধার এবং আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

গাড়ির মালিক জানান, গত ১০ মার্চ অনুমানিক সন্ধ্যা ৬টায় আমার ড্রাইভার মোঃ হৃদয় (১৯) গাড়িটি আমার বাড়ির নিচ তলায় নিজস্ব গ্যারেজে রেখে আমাকে চাবি বুঝিয়ে দিয়ে যায় বাসায় এসে। আজ অনুমানিক সকাল আটটায়  ড্রাইভার হৃদয় গ্যারেজে গিয়ে দেখে গ্যারেজে আমার গাড়িটি নেই। পরবর্তীতে ড্রাইভার আমাকে ফোন করে জানালে আমি গ্যারেজে গিয়ে দেখি অজ্ঞাতনামা কে বা কাহারা গাড়িটি চুরি করে নিয়ে গেছে। সাদা রংয়ের গাড়ি ‍‍`টয়োটা প্রিয়াস‍‍` যাহার রেজিঃ ঢাকা মেট্রো-গ ১৬-৭৬১৬ প্রাইভেটকার ছিল।

More News...

নিউইয়র্কে ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস

দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান প্রধান উপদেষ্টার