মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফার্মেসিকে জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির অপরাধে ঢাকার কেরানীগঞ্জে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১২ মার্চ ) বিকেলে উপজেলার বন্দ ডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে দ্য সিটি ফার্মেসির মালিক আমিনুল ইসলামকে এই জরিমানা করা হয়। এ সময় অভিযানের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন।

ঔষধ প্রশাসন ও কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় এ আদালত পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, দ্য সিটি ফার্মেসি থেকে  মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পেল জব্দ করা হয়েছে। এসময় ফার্মেসির মালিক আমিনুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ ওষুধ ধ্বংস করা হয়েছে।

More News...

চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ