কেরানীগঞ্জে জমি দখলের অভিযোগে মানববন্ধন 

কেরানীগঞ্জে জমি দখলের অভিযোগে মানববন্ধন 

কেরানীগঞ্জ  (ঢাকা)  প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছে জমির ওয়ারিশ ও তারপরিবারের সদস্যরা।

শুক্রবার (১৪ মার্চ) সকালে কোন্ডা ইউনিয়ের আইন্তা এলাকায় এই মানববন্ধন করা হয়। এসময় বক্তারা অভিযোগ করেন, ৩ জনের জমির মালিক হয়ে মো. সেলিম জোরপূর্বক ১১ জনের জমি দখল করে রেখেছে। জমির বিষয়ে কথা বলতে গেলে হুমকি দিয়ে ভয়বীতি দেখান সেলিম ও তার লোকজন। ইউনিয়ন পরিষদের মাধ্যমে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভূক্তভোগীর । আইনের মাধ্যমে দ্রুত জমি ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন সবাই ।

দেলোয়ার হোসেন নামে এক ভূক্তভোগী বলেন, আমার পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছে সেলিম ও তার বাহিনীরা। আমাদের বিভিন্ন বাহিনীর দিয়ে ভয় ভীতি দেখাচ্ছে সেলিম। 

অভিযোগে বিষয়ে সেলিম মিয়ার সাথে যোগাযোগ চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। 

এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

More News...

গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলে ড্রেনের কাজের উদ্বোধন

প্রয়াত অধ্যাপক পদ্মলোচন বড়ুয়ার অনিত্য সভা অনুষ্ঠিত