গাংনী উপজেলা হাসপাতালের  ডাঃ সুপ্রভা রানীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

গাংনী উপজেলা হাসপাতালের  ডাঃ সুপ্রভা রানীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

গাংনী উপজেলা হাসপাতালের  ডাঃ সুপ্রভা রানীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ

বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকেই এই দুর্নীতিবাজ দুর্নীতির মহারানী গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ইউ এইচ ও এফপিও ডাক্তার সুপ্রভা রানী বিগত তিন বছর ধরে একই প্রতিষ্ঠান আরিয়া ট্রেডার্সকে অসৎ উপায়ে কোন নিয়ম নীতির তয়াক্কা না করে হাসপাতালের টেন্ডারের কাজ দিচ্ছেন বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতাদর্শের এই দুর্নীতিবাজ মহারানী বহাল তবিয়তে এখনো হাসপাতালে যাবতীয় নিয়ন্ত্রণ নিজ হাতেই রেখেছেন। এলাকাবাসী বারবার বিভিন্নভাবে এই দুর্নীতিবাজ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের নিয়োগকৃত কর্মকর্তাকে সরানোর জন্য সরকারের কাছে অনুরোধ করলেও তাকে কেউ সরাতে পারেনি। এতে হাসপাতালের সকল চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন ভুক্তভোগী এলাকাবাসী ও সাধারণ রোগীরা।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার কার্যালয় গত ২৬ নভেম্বর ২০২৪ ডেইলী ব্যানার পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশিত হয় এম এস আর এর ই- টেন্ডার বিজ্ঞপ্তি যার স্মারক নং- ইউএইচসি/গাংনী /২০২৪-২৫/১৩৩৫ তারিখ – ২৬/১১/২০২৪ ইং। শিডিউল ক্রয়ের উল্লেখিত গ্রুপসমুহ যেমন – (ক) ঔষধ ( ইডিসিএল বহির্ভুত), (খ) যন্ত্রপাতি,( গ) গজ, ব্যান্ডেজ, তুলা, (ঘ) লিনেন সামগ্রী, (ঙ) ক্যামিক্যাল রি এজেন্ট, (চ) আসবাবপত্র ও কিচেন। এই সবগুলো কোডে সিডিউল ক্রয় করেন বিভিন্ন কোম্পানি। শিডিউল ক্রয় করে গত ১৯ ডিসেম্বর ২০২৪ নির্ধারিত সময়ে সকাল ৯টা ১০ মিনিট ইজিপি টেন্ডার দাখিল করেন কোম্পানিগুলো নন ইডিসিএল মেডিসিন কোড ১০৩৮৮৬৪ নং এ ।১১ ডিসেম্বর ২০২৪ নির্ধারিত সময়ে সকাল ১০টা ৩০ মিনিটে ইজিপি টেন্ডার দাখিল করেন বিভিন্ন প্রতিষ্ঠান ৫টি কোডে যার কোড নং- ১০৩৮৮৬৫,১০৩৮৮৬৬,১০৩৮৮৬৭, ১০৩৮৮৬৮,১০৩৮৮৬৯।

দীর্ঘ সময় অপেক্ষা করে হাসপাতাল কর্তৃপক্ষ সঠিকভাবে যাচাই বাঁচাই না করে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে আরিয়া নামের একটি কোম্পানিকে বেশি দরে কাজের ওয়ার্ক অর্ডার দিয়ে দেন। ইজিপি টেন্ডার সর্বনিম্ন দরদাতা কোম্পানিকে অথবা সঠিক যাচায়পুর্বক দেওয়ার কথা তিনি তা না করে বেশি দরে আরিয়া নামের প্রতিষ্ঠানকে কাজের ওয়ার্ক অর্ডার দিয়ে দেন, উল্লেখ থাকে যে, যেদিন ট্রেন্ডার ওপেন হয় সেই দিন থেকেই তারা দুর্নীতির আশ্রয় নেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি কোম্পানি অভিযোগ করেন যে নিয়মনীতির তোয়াক্কা না করে আরিয়া নামের কোম্পানিকে ওয়ার্ক অর্ডার দিয়ে দেন। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন যাচায় বাচায় না করে বেশি দরদাতা আরিয়া নামক কোম্পানিকে কাজ দিয়ে দিয়েছেন বলে জানান। স্বাস্থ্য খাতের দুর্নীতির কথা ভেবে বিষয়টি খতিয়ে দেখলে জনস্বার্থে ও সরকারের যে ঘোষণা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তা বাস্তবায়নে উপকারে আসবে।

More News...

আশাশুনিতে ৫ দফা দাবীতে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ভুরুঙ্গামারীতে জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ