ধামইরহাটে উমার ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ মোস্তাফিজুর রহমান, ধামইরহাট উপজেলা প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলার উমার ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ১৫ ই মার্চ শনিবার বাদ আসর দূর্গাপুর-বাসুদেবপুর সম্মিলিত আলিম মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
উমার ইউনিয়ন জামায়াতের আমির মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে রমাদানের শিক্ষাকে কাজে লাগিয়ে পবিত্র কোরআনুল কারিমে নির্দেশিত ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।
উমার ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি গোলাম রাব্বানীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ও যুব বিভাগের জেলা সভাপতি মারুফ আহমেদ, ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধামইরহাট উপজেলা সভাপতি বেলায়েত হোসেন প্রমুখ।