রামপালে বিএনপি’র কেন্দ্রীয় নেতা শামীমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যঃ প্রতিবাদে উত্তাল রামপাল

রামপালে বিএনপি’র কেন্দ্রীয় নেতা শামীমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যঃ প্রতিবাদে উত্তাল রামপাল

রামপালে বিএনপি’র কেন্দ্রীয় নেতা শামীমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যঃ প্রতিবাদে উত্তাল রামপাল

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’র কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য কে কেন্দ্র করে ফেটে পড়েছে রামপালের হাজার হাজার জনতা

১৬মার্চ রবিবার সকালে রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে উপজেলার ঝনঝনিয়া মাঠে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে হাজার হাজার মানুষ জড়ো হয়। বিক্ষোভ মিছিলটি ঝনঝনিয়া স্কুল মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার চেয়ারম্যানের মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন , ছাত্রদল কর্মী পল্লব হাসান রাজু কৃষিবিদ শামীমুর রহমানকে নিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছে। বক্তারা অবিলম্বে পল্লবকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করার জোর দাবী করেন। এছাড়া পল্লবকে তার কুরুচীপূর্ণ বক্তব্য দেয়ার জন্য অতিদ্রুত আইনের আওতায় আনারও জোর দাবী জানান। বিক্ষোভ মিছিল থেকে ছাত্রদল নেতা পল্লব হাসান রাজু তার কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্তে ক্ষমা প্রার্থনার জন্য ২৪ ঘন্টার সময় বেঁধে দেন তারা।

এ সময় জাতীয়তাবাদী দলের নেতারা আরো জানান যে, পল্লব হাসান রাজু রামপাল উপজেলা বিএনপিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের নেতাদের সাথে আঁতাত করে বিএনপি’র কেন্দ্রীয় নেতার নামে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। বক্তারা পল্লব এর এ ধৃষ্টতাপূর্ণ আচারণের বিষয়ে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেন এবং এর মত নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান।   উল্লেখ্য, গত ১৩ মার্চ সকাল ১০ টায় রামপাল উপজেলার ফয়লা বাজার বাসস্ট্যান্ডে উজলকুড় ইউনিয়ন কর্তৃক আয়োজিত এক মিটিংয়ে ছাত্রদলের কর্মি পল্লব হাসান রাজু কৃষিবিদ শামিমুর রহমানের সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এর প্রতিবাদে আজ এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

More News...

চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ