নবীনগর কাইতলা সৈয়দ পাড়া ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ সাহেবের অর্থায়নে সৈয়দ পাড়ার মসজিদ ও মাদ্রাসার বিভিন্ন উন্নয়নের কাজ চলমান

নবীনগর কাইতলা সৈয়দ পাড়া ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ সাহেবের অর্থায়নে সৈয়দ পাড়ার মসজিদ ও মাদ্রাসার বিভিন্ন উন্নয়নের কাজ চলমান

নবীনগর কাইতলা সৈয়দ পাড়া ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ সাহেবের অর্থায়নে সৈয়দ পাড়ার মসজিদ ও মাদ্রাসার বিভিন্ন উন্নয়নের কাজ চলমান।

আবদুল হাদি নবীনগর উপজেলা।

মরহুম সৈয়দ ইব্রাহিম মৌলভীর সুযোগ্য পুত্র সন্তান ও মরহুম সৈয়দ আবু আব্বাস সাহেবের বাতিজা ডুবাই প্রবাশি বিশিষ্ট ব্যবসায়ী ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ সাহেবে অর্থায়নে গত ১৪ থেকে ১৫ বছর যাবত কাইতলা সৈয়দ পাড়ার মোহাম্মদিয়া ফুরকানিয়া হাফেজিয়া এপতেদায়ী মাদ্রাসা ও সৈয়দ পাড়ার মসজিদে নুর এর উন্নয়ন মুলক কাজ চলমান।তিনি মাদ্রসার বিল্ডিং এর কাজ গত কয়েক বছর আগে শেষ করেন বর্তমানে উক্ত মাদ্রাসার চার দিকের বাউন্ডারি কাজ চালিয়ে যাচ্ছেন।তিনি সৈয়দ পাড়ার মসজিদে নুরের বিতর ও বাহিরের রং এর কাজ সদ্য সমাপ্ত করেন।আগামী কাল থেকে মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলবে।ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ সাহেব আরো বলেন আমি শুধু আমার পাড়া নয় আমার গ্রাম থেকে শুরু করে নবীনগর উপজেলা পর্যন্ত বিভিন্ন উন্নয়ন মুলক কাজ ও গরীব অসহায় মানুষের পাশে থাকব ও সেবা করে যাব ইনশাল্লাহ। এর উন্নয়ন মুলক কাজ চলমান।তিনি মাদ্রসার বিল্ডিং এর কাজ গত কয়েক বছর আগে শেষ করেন বর্তমানে উক্ত মাদ্রাসার চার দিকের বাউন্ডারি কাজ চালিয়ে যাচ্ছেন।তিনি সৈয়দ পাড়ার মসজিদে নুরের বিতর ও বাহিরের রং এর কাজ সদ্য সমাপ্ত করেন।আগামী কাল থেকে মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলবে।ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ সাহের আরো বলেন আমি শুধু আমার পাড়া নয় আমার গ্রাম থেকে শুরু করে নবীনগর উপজেলা পর্যন্ত বিভিন্ন উন্নয়ন মুলক কাজ ও গরীব অসহায় মানুষের পাশে থাকব ও সেবা করে যাব ইনশাল্লাহ।

More News...

চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ