টেরিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
নগরের টেরিবাজার নালার পাড় খাজা মার্কেটের ২য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার (১৭ মার্চ) সকালে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সাথে অগ্নিকাণ্ডের বিষয়ে অবগত হন মেয়র। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানানোর পাশাপাশি পরবর্তীতে এ ধরনের ক্ষয়-ক্ষতি এড়াতে করণীয় সম্পর্কে স্থানীয়দের মতামত নেন তিনি।
উল্লেখ্য, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দীন চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠান নাজিম উদ্দীন ব্রাদার্সের একটি কাপড়ের গুদামে ১৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। এসময় আরো উপস্থিত ছিলেন আবদুল মান্নান, আবুল বশরসহ রাজনীতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।