বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ১৫ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাজা সহ গ্রেফতার ২

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ১৫ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাজা সহ গ্রেফতার ২

সারাফাত হোসেন ফাহাদ, সটাফ রিপোটারঃ

ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম (অফিসার ইনচার্জ) ডিবি (দক্ষিন), ঢাকা জেলার নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান ও উপ-পরিদর্শক (নিরস্ত্র) টিটুল হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর একটি চৌকস ডিবি টিম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক ০২টি অভিযান পরিচালনা করে ইং ১৭/০৩/২০২৫ তারিখ ১৮.১০ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন উত্তর পানগাঁও এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ ইয়ামিন (২৮), পিতা-মোঃ ইউনুছ আলী, সাং-উত্তর পানগাঁও, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকাকে ১৫ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এবং একই তারিখ অপর একটি অভিযানে রাত ২৩.১০ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ০২। উৎপল মল্লিক (৪৫), পিতা-মৃত রাম গোপাল মল্লিক, সাং-৩নং বাঘা যতিন রোড, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ, বর্তমান সাং-পশ্চিম শুভাঢ্যা, স্বপন নগর, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকাকে গ্রেফতার করেন। ধৃত আসামী উৎপল মল্লিক এর রিরুদ্ধে ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় ০৫টি মামলা এবং ধৃত আসামী মোঃ ইয়ামিন এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্ণিত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পুর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

More News...

পালিয়ে থেকে সম্পত্তি বেচতে ক্রেতা খুঁজছেন নসরুল হামিদ

ঋণের টাকা লুটের যত আয়োজন