নবাবগঞ্জে সাত বছরের শিশু ধর্ষণকারী নাজিম খান গ্রেপ্তার
বসির আহামেদ: দোহার-নবাবগঞ্জ(প্রতিনিধি)
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের দৌলতপুর গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা যায়, শিশুটিকে একা বাসায় পেয়ে ধর্ষণ করে নাজিম খান নামে প্রতিবেশি এক সিএনজি চালক। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধার দিকে ওই শিশুটিকে একা বাসায় পেয়ে প্রতিবেশী সিএনজি চালক নাজিম খান (৪৫) গোসলখানায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটিকে কান্না করতে দেখে স্বজনরা বিষয়টি জানতে পারলে রাত আটটার দিকে শিশুটিকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা গুরতর থাকায় তাঁকে ঢাকা মিডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করে। ঘটনাটি এলকায় জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত ওই নাজিমকে আটক করে মারপিট দিয়ে নবাবগঞ্জ থানা পুলিশে সোর্পদ করে। রাত দশটার দিকে ফোনে শিশুটির খালা জানান, তাঁর ভাগনির অবস্থা ভালো নয়। সে বার বার বমি করছে। মিটফোর্ড হাসপাতালে থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তিনি ওই শিশুর ধর্ষণকারী নাজিমের উপযুক্ত বিচার চান। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, জনতা আটক করে সিএনজি চালক নাজিমকে পুলিশে দিয়েছে। বাদীর লিখিত অভিযোগ পেলেই মামলা নেয়া হবে।