আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।সাতক্ষীরার আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তাজা,বিএনপি নেতা জাকির হোসেন বাবু, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ,মাওঃ আবু বকর ছিদ্দীক,হাজী আবু দাউদ ঢালী,উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম,সিনিঃ মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার,মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন,প্রভাষক জাকির হোসেন ভুট্ট,প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল প্রমুখ আলোচনা রাখেন। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেতনা নাষক ব্যবহার করে চুরি,মৎস্য ঘেরে চুরি,মাদক দ্রব্যের ব্যবহারসহ সার্বিক আইন শৃংখলা নিয়ে আলোচনা করা হয়।