দোহারে গনঅধিকার পরিষদ দোহার শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বসির আহামেদ:
দোহার-নবাবগঞ্জ(প্রতিনিধি) ২২ মার্চ গণ অধিকার পরিষদ দোহার শাখার আয়োজনে জয়পাড়া সেভেন স্টার হোটেলের হলরুমে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ খান সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি -গণ অধিকার পরিষদ -জিওপি।বিশেষ অতিথিঃ মাহবুবুর রহমান জনি সদস্য কেন্দ্রীয় উচ্চতর পরিষদ -জিওপি।নাছির উদ্দিন পল্লব -সদস্য সচিব ঢাকা জেলা -জিওপি,ছাত্র অধিকার পরিষদের ঢাকা জেলা দক্ষিনের সভাপতি সাজ্জাদ আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল আফনান ইফতি দোহার শাখার সদস্য সচিব আবু কায়সার সোহাগ সহ আরও অনেকে।সভাপতিত্ব করেন : আব্দুল জব্বার -আহবায়ক, দোহার উপজেলা, সঞ্চালনায় ডেন্টিস্ট মাসুদ রানা, সদস্য সচিব দোহার উপজেলা।এছারাও উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে,ইসলামী আন্দোলন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি সহ দোহারের রাজনৈতিক নেত্রীবৃন্দ এবং ছাত্র অধিকার, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের দোহার শাখার নেত্রীবৃন্দ।