মির্জাপুরে ফসলি জমির মাটি কাটায় জরিমানা

মির্জাপুরে ফসলি জমির মাটি কাটায় জরিমানা

মির্জাপুরে ফসলি জমির মাটি কাটায় জরিমানা

মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আধারে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে তিন ফসলি জমির মাটি কাটায় তিনজনের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতভর উপজেলার ফতেপুর, লতিফপুর, মহেড়া, বহুরিয়া ও ভাওড়া ইউনিয়নের একাধিক স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।

জানা গেছে, উপজেলার বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়া এলাকায় অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটায় দেওহাটা এলাকার ইমরান পারভেজ ও মীর দেওহাটার গ্রামের মো. মনির হোসেনকে ভেকু মেশিন ও ড্রাম ট্রাকসহ আটক করা হয়। পরে দুটি মামলায় দুজনের কাছ ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন এলাকায় মাটি কাটার অপরাধে ওই গ্রামের লেবু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানিয়েছেন।

More News...

পূজা মণ্ডপে বিএনপির নেতাকর্মীরা অতন্দ্র প্রহরী হয়ে থাকবে: আমান উল্লাহ আমান

মির্জাপুরে ২৫৭টি মন্ডপে ষষ্ঠীপূজা শুরু ইউএন ‘র পরিদর্শন