ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় বাসের একজন নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। বুধবার (২৬ মার্চ) দুপুর পুনে ৩টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।  

 

নিহতের নাম মোছাম্মৎ সালেহা খাতুন (৫০)। তিনি মাগুরা জেলার মহম্মদপুর বালিদিয়া এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে হাসাড়া হাইওয়ে পুলিশ।

 

দুর্ঘটনার শিকার আপন পরিবহনের বাসের যাত্রীরা বলেন, ‘এক্সপ্রেসওয়েতে কন্ট্রোলারের দায়িত্বে থাকা তানভীর আমাদের বাসটি থামাতে বলেন। ড্রাইভার বাস থামালে তিনি বলেন আমাদের গাড়িকে চাপ দেওয়া হলো কেন? এ বিষয় নিয়ে ড্রাইভার, হেলপার ও যাত্রীরা ক্ষমা চাই এবং সামনে টোলপ্লাজায় কথা হবে বললে তিনি সামনে যেতে বাধা দেন। পরে পেছন থেকে আরেকটি যাত্রীবাহী বাস আমাদের গাড়িতে ধাক্কা দেয়।

 

যাত্রীরা আরো বলেন, এক্সপ্রেসওয়ের কন্ট্রোলারের কারণেই আজকের এই দুর্ঘটনা। তাদের উচিত ছিল সামনে টোলপ্লাজায় বাসটি থামিয়ে ড্রাইভারের সঙ্গে কথা বলা।  

 

এ বিষয়ে তানভীর বলেন, ‘আমাদের গাড়িকে চাপ দিতে চেয়েছিল, আমরাও দুর্ঘটনার শিকার হতে পারতাম।’

 

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি অ্যাম্বুল্যান্স করে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। এ ঘটনায় ৩-৪ জন আহত হয়েছে। সালেহা খাতুন নামের একজন যাত্রী নিহত হয়েছেন।

 

তিনি বলেন, ‘নিহতের পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার জন্য আবেদন করেছেন। আমরা যাত্রীদের কথা শুনেছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

More News...

চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ