ঢাকার দোহারে দুই শিশুর রহস্য জনক মৃত্যু 

ঢাকার দোহারে দুই শিশুর রহস্য জনক মৃত্যু 

ঢাকার দোহারে দুই শিশুর রহস্য জনক মৃত্যু 

বসির আহামেদ: দোহার নবাবগঞ্জ(প্রতিমিধি)

ঢাকার দোহারে বৃহস্পতিবার ২৭ মার্চ দুপুর ১২ টার দিকে সামিয়া (৮) ও রাইসা (৭) রহস্য জনক মৃত্যু হয়েছে।জানা যায়, দুই খালাতো বোন মিলে গোসল করতে যায়। সাঁতার না জানা থাকার কারনে দুই বোন খালের পানিতে কোন ভাবে তলিয়ে মৃত্যু বরন করে বলে তাদের প্রাথমিক ধারনা।পরে তাদের দুই জন কল পানি থেকে উটিয়ে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে। উপজেলার সুতারপাড়া খালপাড় এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।সামিয়ার স্বজনরা জানান, সামিয়া ও রাইসা সম্পর্কে খালাতো বোন। ঈদকে সামনে রেখে গত সোমবার তারা তাদের নানাবাড়ি সুতারপাড়া খালপাড় গ্রামে বেড়াতে এসেছিলেন।নিহত সামিয়া উপজেলার নারিশা লঞ্চঘাট এলাকার সামছুল হকের মেয়ে।রাইসা উপজেলার সুতারপাড়া ঘারমোড়া এলাকার মো. মুকসেদের মেয়ে।

More News...

চান্দগাঁও থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত