কুড়িগ্রাম উলিপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) রোজ শুক্রবার বিকালে উপজেলার উলিপুর বড় মসজিদের সামনে, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গরিব, দুস্ত, অসহায়, পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় ।
উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কুড়িগ্রাম জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরমান হোসেন, সদস্য সচিব ইদ্রিস আলী,১নং যুগ্ন আহবায়ক কাজল, উপজেলা বিএনপির,মোঃ হায়দার আলী মিঞা, মোঃ ওবায়দুর রহমান বুলবুল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাজ্জাকুল হোসেন রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাঙ্গা জামান, সদস্য সচিব আব্দুল হামিদ, যুগ্ন আহবায়ক আল আমিন, যুগ্ম আহ্বায়ক নিবির সরকার (বুলেট), যুগ্ম আহ্বায়ক রাজিব মেহেদী, সহ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।