সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জিতু প্রকাশ্যে

সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জিতু প্রকাশ্যে

সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জিতু প্রকাশ্যে

স্টাফ রিপোর্টারঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জহিরুল ইসলাম জিতু এখনও প্রকাশ্যে। সিদ্ধিরগঞ্জ থানার বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেনের মেয়ের জামাই পরিচয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটক করছে না বলে অভিযোগ রয়েছে। তিনি এখন ডিস, ক্যাবল নেটওয়ার্ক ব্যবসার পাশাপাশি অবৈধ ভাবে মাল্টিপারপাস ব্যবসা করে যাচ্ছে।

জহিরুল ইসলাম জিতু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৪নং ওয়ার্ডের উত্তর আজিবপুর আঁটি গ্ৰামের হারুন অর রশিদের ছেলে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার কর্মী হয়ে রাজনীতি করে দখলে নিয়েছেন ডিস, ইন্টারনেটসহ সুদের ব্যবসা। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের রাজনীতি করে অঢেল সম্পদের মালিক হয়েছেন। শামীম ওসমানের বিভিন্ন অনুষ্ঠানে লোকজন সাপ্লাই দেয়া ছিল তার কাজ। নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডার এর প্রধান আসামি নুর হোসেনের‌ গানম্যান ছিল এ জিতু। ওই আমলে মাদক ও ইয়াবার ডিলার ছিল তিনি।

পরে ৪নং ওয়ার্ড কাউন্সিলর হাসানের বডিগার্ড হিসেবে কাজ করার সুবাদে এ অঞ্চলের সন্ত্রাসের গডফাদার হিসেবে পরিচিতি লাভ করে।

সাবেক কাউন্সিলর হাসানের ছত্রছায়ায় সেই যুবলীগ নেতা জহিরুল ইসলাম জিতু এখনো প্রকাশ্যে।

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসা যুবলীগ ৪ নং ওয়ার্ড বিএনপির এক বিএনপি নেতাদের ম্যানেজ করে বর্তমানে বীরদর্পে চালিয়েছেন ব্যবসা এলাকাজুড়ে স্থানীয়দের মাঝে বইছে আলোচনা সমালোচনার ঝড়। তৃণমূল বিএনপি নেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আওয়ামীলীগের আমলে এমন কোন অপরাধ নেই যে সে করে নাই। সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নং ওয়ার্ডের উত্তর আজিবপুর আঁটিগ্ৰামের হারুন অর রশিদের ছেলে জহিরুল ইসলাম জিতু করেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসানের ছত্রছায়ায় অপরাধ জগতের কিং ছিলেন এই জিতু। জিতুর নেতৃত্বে কিশোর গ্যাং গ্ৰুপ এ এলাকায় এখনও অপরাধ কর্মকাণ্ড করে চলছে।

স্থানীয়রা অভিযোগ করেন, এখনো অনেককে মোবাইলে ও প্রকাশ্যে হুমকি দিয়ে চাঁদাবাজি করছে। আটিগ্ৰাম সহ আশপাশের এলাকায় বাসিন্দারা ভয়ে তার বিরুদ্ধে কথা বলতে রাজি হননি।এক অজানা আতঙ্কে নাম জহিরুল ইসলাম জিতু।

এ বিষয়ে জহিরুল ইসলাম জিতুকে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর আলম জানান, জহিরুল ইসলাম জিতুকে গ্রেফতারের কাজ করছে পুলিশ।#

More News...

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ 

টঙ্গীতে মায়ের হাতে অবুঝ দুই শিশু ছেলে মেয়েকে বটি দিয়ে কুপিয়ে জবাই