কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে সরকারি খালের মাটি চুরির অপরাধে এআর ব্রিকসের ম্যানেজার সাইদুর রহমান (৪৯) নামে এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে উপজেলার বাঘৈর খালের পাড় কেটে মাটি চুরির দায়ে এলাকায় এই জরিমানা প্রদান করা হয়।
এসময় অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘৈর খালের পাড় এলাকায় খালের খননকৃত মাটি চুরির অপরাধে এআর ব্রিকস এর ম্যানেজার সাইদুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। যারা অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটবে অথবা সরকারি খালের মাটি চুরি করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।