পাঁচবিবি সীমান্তে বিজিবি’র মাদক উদ্ধার 

পাঁচবিবি সীমান্তে বিজিবি’র মাদক উদ্ধার 

পাঁচবিবি সীমান্তে বিজিবি’র মাদক উদ্ধার 

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউপির কল্যাণপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। নওগাঁর পত্নীতলা, ১৪ ব্যাটালিয়নের অধীনে কড়িয়া বিজিবি ক্যাম্পর টহল কমান্ডার নায়েক মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় সদস্যদের সহায়তায় পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্তের মেইন পিলার ২৭৭/৬-এসের আনুমানিক ১’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কল্যাণপুর মাওয়ালী পাড়া মাঠে অভিযান চালিয়ে ৫১৩’বোতল ফেন্সিডিল সহ চোরাকারবারী মোঃ নাসিম হোসেনকে (২৫) আটক করতে সক্ষম হলেও এ কাজের সঙ্গে জড়িত ৩’জন পালিয়ে যায়। আটক মাদক ব্যবসায়ী জয়পুরহাট জেলা সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে।

পত্নীতলা, ১৪ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ফেনসিডিল পাচারের সঙ্গে জড়িত আটক ও পলাতক আসামীর বিরুদ্ধে থানায় মামলা দিয়ে উদ্ধারকৃত ফেনসিডিল সহ আসামিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলোর আনুমানিক সিজার মূল্য-২,০৭,২০০/ টাকা বলেও জানান অধিনায়ক মহোদয়।

More News...

চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ