মির্জাপুরে এস এস সি পরীক্ষা দিচ্ছে চার হাজার নয়শত অষ্টআশি জন শিক্ষার্থী
মো. শান্ত মিয়া, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
সারাদেশে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০:০০ টা থেকে শুরু হয়ে দুপুর ১:০০ টার সময় শেষ হয়।
টাঙ্গাইলের মির্জাপুরে এস এস সি পরীক্ষার প্রথম দিনে অংশ নিয়েছে প্রায় চার হাজার নয়শত অষ্টআশি জন শিক্ষার্থী। মির্জাপুর উপজেলা শিক্ষা অফিস বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা যায়।
তথ্যমতে জানা যায়, মির্জাপুর উপজেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল বিভাগের সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৪৯ জন। এরমধ্যে প্রথমদিন এসএসসি জেনারেল, দাখিল ও ভোকেশনাল বিভাগের ৫ হাজার ৪৯ জনের মধ্য থেকে ৪৯৮৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এস এস সি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ছিলো ৬১ জন পরীক্ষার্থী। মির্জাপুর উপজেলায় মোট এস এস সি ৫টি কেন্দ্র এবং দাখিল একটি ভোকেশনাল একটিসহ এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম জনকথা পত্রিকাকে বলেন, এবার এস এস সি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে। এবং শিক্ষার্থীরাও স্বতস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। কেন্দ্রের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব ও পরীক্ষা সংশ্লিষ্ট সকলেই যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, যে আমরা প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেছি। পরীক্ষার প্রথম দিন শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করছি পরবর্তী পরীক্ষাগুলোও শান্তিপূর্ণভাবে হবে। যদি কেউ পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা চালায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে।