বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের ত্রি-বার্ষিক পূর্ণাঙ্গ কমিটি গঠন : জয়সেন বড়ুয়া সভাপতি, মিহির বড়ুয়া সম্পাদক
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের এক সাধারণ সভা আজ ১১ এপ্রিল শুক্রবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বৈদ্যপাড়া শাক্যমুনি বিহার মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রবীন সংগঠক দেশপ্রিয় বড়ুয়া।
পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়ার উদ্বোধনী বক্তব্যে ও যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সাবেক কার্যকরী সভাপতি ডা. শুভময় চৌধুরী, সদ্য সাবেক সভাপতি লায়ন ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মৃদুল বড়ুয়া, প্রতিষ্ঠা কালীন যুগ্ম আহবায়ক প্রকৌশলী জয়সেন বড়ুয়া, সাবেক সহ সভাপতি তপন বড়ুয়া, ঝিন্টু বড়ুয়া, মিলু বড়ুয়া, সাবেক কার্যকরী সভাপতি শিক্ষক উৎপল বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক ডা. মিহির বরণ বড়ুয়া,সদ্য সাবেক সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, শিক্ষক বাণীব্রত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া, সংগঠক উত্তম কুমার বড়ুয়া, উত্তম বড়ুয়া, সংগঠক অলক বড়ুয়া, রূপক বড়ুয়া, শিল্পী জুসি বড়ুয়া।
এসময় প্রকৌশলী জয়সেন বড়ুয়াকে সভাপতি, মিলু বড়ুয়াকে কার্যকরী সভাপতি, ডাঃ মিহির বরণ বড়ুয়াকে সাধারণ সম্পাদক, জিষু বড়ুয়া চৌধুরীকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে বক্তব্য রাখেন আহবায়ক কমিটির প্রধান সমীরন বড়ুয়া টিটু।
এ উৎসব মুখর আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাস বিহারী বড়ুয়া, সনদ বড়ুয়া, মাদুল বড়ুয়া, অধ্যাপক পুষ্প কান্তি বড়ুয়া, শ্যামল বড়ুয়া, রাজু বড়ুয়া, শিক্ষক উজ্বল মুৎসুদ্দি, ছোটন বড়ুয়া, বিপ্লব বড়ুয়া বিভু, বিশ্বদ্বীপ বড়ুয়া, শম্ভুমিত্র বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, এনটন বড়ুয়া, দুকুল কান্তি বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, দোলন বড়ুয়া রাজীব বড়ুয়া, শিক্ষিকা কৃষ্ণা বড়ুয়া, বাবু তাপস বড়ুয়াসহ বোয়ালখালীর ১৩টি বৌদ্ধ পল্লীর প্রতিনিধি ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভাশেষে মধ্যহ্নভোজে অংশ গ্রহণ করেন সবাই।
এসভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছাভিনন্দন জানান বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের মহাসচিব সীমাজু বড়ুয়া, ব্যাংকার লিটন কুমার বড়ুয়া।