মির্জাপুরে ৫০ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

মির্জাপুরে ৫০ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

মির্জাপুরে ৫০ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

মো. শান্ত মিয়া, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে ৫০ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার এবং পাঁচ বছরের শিশু সন্তানকে নিয়ে সৌদি প্রবাসী টুটুল মিয়ার স্ত্রী সালমা আক্তার একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে আব্দুল কাদের মিয়ার সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

গত ১৮ মার্চ উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের নরদানা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সৌদি প্রবাসী টুটুল মিয়ার বোন তাসলিমা বেগম মির্জাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার মির্জাপুর প্রেসক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রবাসী টুটুল। তিনি বলেন, স্ত্রী ও পুত্রকে হারিয়ে এবং তার টাকার সুখে তিনি এখন পথের ফকিরের মতো রাস্তায় রাস্তায় ঘুরছেন। স্ত্রী ও শিশু পুত্রকে উদ্ধার ও প্রেমিক আব্দুল কাদেরকে গ্রেপ্তারসহ পুলিশের কাছে কাছে তিনি ন্যায় বিচার দাবি করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ বছর পূর্বে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের নরদানা গ্রামের প্রবাসী টুটুল মিয়ার সঙ্গে উপজেলার মহদীনগর গ্রামের ছানোয়ার হোসেনের কন্যা সালমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়। এর কিছুদিন পর টুটুল সৌদি আরবে চলে যান। বিদেশ থেকে বিভিন্ন সময় তিনি স্ত্রীর কাছে ৪২ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ পাঠান। এদিকে স্ত্রী সালমা আক্তার আব্দুল কাদের মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে সালমা শিশু পুত্রকে নিয়ে গত ১৮ মার্চ প্রেমিক আব্দুল কাদেরকে নিয়ে পালিয়ে যান।

ভাইয়ের শিশু পুত্র এবং বিদেশ থেকে পাঠানো টাকা ও স্বর্ণালংকার ফিরে পেতে টুটুলের বোন তাললিমা বেগম বাদী হয়ে সালমা আক্তার ও আব্দুল কাদের, লাখী বেগম, ছানোয়ার ও ইমনের নামে মির্জাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, অভিযোগ বিষয়ে তার জানা নেই। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

More News...

কালিয়াকৈরে ফিলিস্তিনে ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রয়াতা দিপালী বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া ও মহাসংঘদান সম্পন্ন