আশাশুনিতে বাংলা নববর্ষ পালনে আনন্দ শোভাযাত্রা ও বৈশাখী মেলা
এস,এম মোস্তাফিজুর রহমান ।। সাতক্ষীরার আশাশুনিতে বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা,বৈশাখী মেলা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। পহেলা বৈশাখ ১৪৩২ উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠান এসব কর্মসূচি পালন করে।
উপজেলা প্রশাসন সকাল ৮ টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিবসের শুভ সুচনা করে। এরপর বৈশাখী মেলা উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। নানান পোষাক,রঙ বেরঙের সাজে সজ্জিত, দেশীয় সংস্কৃতি প্রদর্শন করে ঢাক ঢোল পিটিয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। ৯ টায় মেলা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম,পুলিশ পরিদর্শক (তদন্ত) আঃ অদুদ,সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম,আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য,সঙ্গীত পরিবেশন করা হয়। সবশেষে পুরস্কার বিতরণ করা হয়।
আশাশুনি সরকারি কলেজ :কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে আনন্দ শোভাযাত্রা বের করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে উপজেলা প্রশাসনের শোভাযাত্রায় যোগ দেয়। সরকারি প্রোগ্রাম শেষে কলেজে গিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যাপকবৃন্দ,উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোমিন আহমেদ,আশাশুনি কলেজের প্রভাষক আঃ মালেক,ছহিল উদ্দীন,রবিউল ইসলাম, সজল কুমার আঢ্য। সঙ্গীত পরিবেশন করেন প্রভাষক জাকির হোসেন,শিরিন বাহার যুথি,শাহাদাৎ হোসেন, নিলেন্দু মুখার্জী,জয়দেব নাথ,ছন্দা রানী ও আক্তারুজ্জামান প্রিন্স।