চান্দগাঁও থানার বিশেষ অভিযানে গ্রেফতার ৫
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) ফয়সাল আলম, এসআই (নিঃ) মোঃ লোকমান হোসেন, এসআই (নিঃ) মোঃ ফয়সাল, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৭/০৪/২০২৫ তারিখ সকাল ০৭:৪৫ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করিয়া সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক বিভিন্ন ধরণের ভ্রান্তিমূলক তথ্য প্রচার, রাষ্ট্রের ক্ষতিসাধন, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকার্ন্ড সরাসরি মিছিলে অংশগ্রহণকারী ঘটনায় জড়িত ০১। মোঃ দিদারুল আলম (৪৩), পিতা-মোঃ জাকির হোসেন, মাতা-মোছাঃ নুর বেগম, সাং-খাজা রোড, কবির আহম্মদ হাজীর বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ আরিছ উদ্দিন @ নুরু (২৯) (ছাত্রলীগ ক্যাডার), পিতা-মৃত কালু মিয়া, মাতা-শামসুন্নাহার, সাং-হরিঘর, কালু মিয়ার বাড়ী, পদুয়া, থানা-দক্ষিণ রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-কাপ্তাই রাস্তার মাথা, মাজার গেইট, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ শাহেদ (২৮) (ছাত্রলীগ ক্যাডার), পিতা-মোঃ ছালে জহুর চৌধুরী, মাতা-নুর নাহার বেগম, সাং-পশ্চিম মোহরা, লেদু জমিদারের বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ জুয়েল (২৬) (ছাত্রলীগ ক্যাডার), পিতা-মোঃ শফি, মাতা-নুর নাহার বেগম, সাং-রাহাত্তারপুল জামে মসজিদ এর পিছনে, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চান্দগাঁও থানার মামলা নং-১৯, তারিখ-১৭/০৪/২০২৫ইং, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(২)/৮/৯/১০/১৩ রুজু করা হয়।
মামলাটির অজু হওয়ার পর আসামী ০৫। সুমন প্রকাশ বান্ডিয়া (২৫) ছাত্রলীগ কর্মী, পিতা-জাকির মাঝি, সাং-এক কিলোমিটার, থান- চান্দগাঁও চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।