মির্জাপুরে নিজের শিশু মেয়েকে ধর্ষণের অপরাধে বাবা গ্রেপ্তার
মো. শান্ত মিয়া, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে নিজের শিশু মেয়েকে (১১) ধর্ষণের অপরাধে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উপজেলার গোড়াই বালুর মাঠ এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষক মোজাম্মেল হোসেন রংপুর জেলার মিঠাপুকুর থানার তেতুলিয়া দক্ষিণপাড়ার দেলাজ মিস্ত্রির ছেলে। উপজেলার গোড়াই বালুর মাঠ এলাকায় একটি টিনসেড পাকা বাড়ী ভাড়া নিয়ে স্ত্রী ও কন্যাকে নিয়ে বাস করতেন মোজাম্মেল।
মামলা সূত্রে জানা গেছে, মোজ্জামেল হোসেন গোড়াই-সখিপুর সড়কের একজন সিএনজি চালক। তার স্ত্রী গোড়াই সাউথ ইস্ট টেক্সটাইল কারখানায় চাকুরী করেন। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে তারা গোড়াই এলাকার ওই বাসায় ভাড়া থাকেন। গত ২৭ মার্চ সকাল ছয়টা দশ মিনিটে শিশু কন্যাকে বাসায় রেখে মা করখানায় চলে যান। দুপুরে কারখানা থেকে বাসায় ফিরলে শিশু মেয়ে জানায়, তার শরীরের স্পর্শকাতর জায়গায় ব্যথা করছে। পরে ব্যথার ওষুধ কিনে খাওয়ান মা। কিন্ত তাতেও ব্যথা না কমায় ৫ এপ্রিল মেয়েটি তার মাকে জানায়, বাড়িতে একা পেয়ে তার বাবা তাকে ধর্ষণ করে ব্যথা দিয়েছে।
একথা কাউকে বললে তাকে জানে মেরে ফেলা হবে বলে হুমকিও দিয়েছেন তার বাবা। ঘটনা জানার পর শিশুটির মা ওইদিনই মির্জাপুর থানায় শিশুটির বাবা মোজাম্মেল হোসেনের নামে ধর্ষণ মামলা করেন। এদিকে মামলার পর থেকে ধর্ষক মোজাম্মেল আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ফেনী জেলা সদর থেকে মোজাম্মেলকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পাওয়ার পর মেয়েটির ডাক্তারি পরীক্ষা করে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর মামলা নেয়া হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলা সদর থেকে ধর্ষক মোজাম্মেলকে গ্রেপ্তারের পর শুক্রবার সকালে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা হাজতে পাঠানো হয়েছে।