চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বন্দর নগরী চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী শ্রমিকদলের সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জাফরুল হাসান, কেন্দ্রীয় শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ গফুর, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সাবেক সহ সভাপতি শামসুল আলম, চট্টগ্রাম মহানগর হকার্স ফেডারেশনের নেতা মাসুদ আলম ও শ্রমিকদল নেতা নোয়াব আলী ভুঁইয়ার স্মরণে এক স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকাল তিন টায় নগরীর কাজীর দেউরিস্থ বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনের সামনে এ স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দোকান কর্মচারী সমিতি ফেডারেশনের সভাপতি এস এম আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিম উদ্দীন।
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, চট্টগ্রাম মহিলা শ্রমিক দলের সভানেত্রী শাহ নেওয়াজ চৌধুরী।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (১৮৮৬) উত্তর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম মিয়াজি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রচার সম্পাদক মো: আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের কার্যনির্বাহী সদস্য মাস্টার শফিকুল ইসলাম, কোতোয়ালি থানা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, শ্রমিকদল নেতা মোহরম আলী, চট্টগ্রাম মহানগর শ্রমিক পরিবহন দল হালিশহর থানার নেতা মাহফুজুর রহমান, আকবরশাহ থানা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর, খুলশী থানা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম আলম রবি, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক বখতিয়ার উদ্দিন, শ্রমিকদল নেতা মো : শহিদুল্লাহ, মোহাম্মদ বসির, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সালেহ আহমদ, মিজানুর রহমান মিজান, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ বাবলু, মোহাম্মদ কোবির, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ নুরুল আফসার, মোঃ নাজমুল সোহেল, আবু বক্কর সিদ্দিক তপন, বেসিক নেতা সরোয়ার, জাকির হোসেন মিন্টু, জসীম উদ্দীন বিদ্যুৎ, তরিকুল ইসলাম তারেক প্রমুখ।