দোহারে স্কুলের সহপাঠীর ছুরিকাঘাতে রাব্বি ও ইউসুফ নামের দুই শিক্ষার্থী আহত

দোহারে স্কুলের সহপাঠীর ছুরিকাঘাতে রাব্বি ও ইউসুফ নামের দুই শিক্ষার্থী আহত

দোহারে স্কুলের সহপাঠীর ছুরিকাঘাতে রাব্বি ও ইউসুফ নামের দুই শিক্ষার্থী আহত

বসির আহামেদ:দোহার-নবাবগঞ্জ (প্রতিনিধি)

ঢাকার দোহার উপজেলায় রাব্বি ও ইউসুফ নামের দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে মধ্য লটাখোলা এলাকার মো. সাজুর ছেলে মশিউর নামের অপর এক শিক্ষার্থী। সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।আহত রাব্বি চর-লটাখোলা এলাকার আউয়াল বেপারীর ছেলে ও ইউসুফ একই এলাকার মোশারফ হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ের বেঞ্চে বসাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের একপর্যায়ে সহপাঠী রাব্বি ও ইউসুফ নামের দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে আরেক শিক্ষার্থী মশিউর স্কুল থেকে পালিয়ে যায়।পরে দুই শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় ইউসুফ নামের শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।এ ঘটনায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদশন করেছেন। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে আসামিকে গ্রেপ্তারে কাজ করছে দোহার থানা পুলিশ।

More News...

কেরানীগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়