ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।।
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। “আমার ভাই কবরে,খুনি কেন বাহিরে” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে মানববন্ধন,ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলেজ শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত এ মানববন্ধন,ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম, ছাত্রদল নেতা আতিকুল ইসলাম আরিফ, আতিকুল ইসলাম দিপু,খন্দকার জুয়েল ইকবাল, সাইমুন রহমান ইসমাইল, মিজানুর রহমান পাশা, জহিরুল ইসলাম জেমস, জনি এবং কামরুল ইসলাম মুন্না প্রমুখ। সমাবেশে কলাপাড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার বলেন, এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন বর্তমানে একটি চাঁদাবাজ সংগঠনে রুপান্তরিত হয়েছে। পরাজিত আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা তাদের সাথে মিশে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে তৎপর হয়ে উঠেছে। তাই ছাত্রদলের কর্মীর এক হয়ে তাদের প্রতিহত করতে হবে।সেই সাথে অতিদ্রুত পারভেজের খুনি সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবী জানান তিনি ।