সীতাকুণ্ডে ১১ বছরের মেয়েকে নিয়ে বাবার বিরুদ্ধে ঘৃণ্য অভিযোগ : কাঁদছে সীতাকুণ্ড

সীতাকুণ্ডে ১১ বছরের মেয়েকে নিয়ে বাবার বিরুদ্ধে ঘৃণ্য অভিযোগ : কাঁদছে সীতাকুণ্ড

সীতাকুণ্ডে ১১ বছরের মেয়েকে নিয়ে বাবার বিরুদ্ধে ঘৃণ্য অভিযোগ : কাঁদছে সীতাকুণ্ড

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌরসভা ভোলাগিরি এলাকায় এক হৃদয়বিদারক ও লজ্জাজনক ঘটনা সামনে এসেছে। অভিযোগ উঠেছে, এক বাবা নুর নবী তার ১১ বছর বয়সী কন্যা নুসরাত জাহান জনিকে যৌন হয়রানির মত ঘৃণ্য কাজে লিপ্ত ছিলেন। বিষয়টি মেয়েটি নিজে মুখ খুলে সালিশকারীদের জানায়।

স্থানীয় সূত্র জানায়, গতকাল (২১ এপ্রিল) থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দফায় দফায় সালিশি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে বিষয়টি পুলিশ পর্যন্ত পৌঁছে গেছে।

ভিকটিম নুসরাত জাহান জনি (১১)কে স্থানীয় কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এ শারীরিক পরীক্ষা করানো হয়। চিকিৎসক ডা. প্রমি আফরিন সাইফি কর্তৃক স্বাক্ষরকৃত মেডিকেল প্রতিবেদনে উল্লেখ করা হয়- শিশুটির মানসিক প্রতিক্রিয়া বিশ্লেষণে বোঝা যায়, সে ট্রমার মধ্যে রয়েছে।প্রস্রাবনালীর স্থায়ী জ্বালাভাব ও অস্বাভাবিক অবস্থা লক্ষ করা গেছে। যোনিপথে সম্পূর্ণ লালভাব ও অস্বস্তি ছিল। সারা শরীরে অস্বাভাবিক বিদ্যুৎচালনার মতো অনুভব ও স্পর্শজনিত ভীতি প্রকাশ করেছে। ডা. প্রমি আফরিন সাইফি উল্লেখ করেন, “যা শুনা ও পর্যবেক্ষণে যৌনীয় সন্ত্রাসের আশঙ্কা করা হচ্ছে।”

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, “বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পুলিশ তদন্ত করছে। মেয়েটির বক্তব্য গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে।”

এদিকে পুরো এলাকায় নেমে এসেছে নিন্দার ঝড়। স্থানীয়দের দাবি, অভিযুক্ত বাবার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

More News...

ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি কে বিদেশীদের হাতে হস্তান্তর করা হলে বৃহত্তর সংগ্রাম গড়ে তোলা হবে : এ এম নাজিম উদ্দিন 

বৃহত্তর ফটিকছড়ি ভিত্তিক সামাজিক ও মানবিক কল্যাণ সংগঠন ফটিকছড়ি জনকল্যণ পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন