কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২ জনের জেল 

কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২ জনের জেল 

কেরানীগঞ্জ প্রতিনিধি: অবৈধ ভাবে মাটি কাটা রোধে ঢাকার কেরানীগঞ্জে বিভিন্ন বিল ও ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। 

বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১০ টায় শুরু হয়ে  ৯ ঘন্টা ব্যাপি চলে এই অভিযান। 

সেনাবাহিনী ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন। 

এসময় মো. নিজাম ও নজরুল নামে ২ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। অভিযানে ৪ টি ট্রাক আটক করা হয়েছে এবং পরিত্যক্ত অবস্থায় ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, ফসলি জমি থেকে মাটি উত্তোলন করা অবৈধ। এতে ফসলি জমির ক্ষতি হয়। অবৈধ মাটি উত্তোলন বন্ধে ও কৃষি জমি এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।  

More News...

রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্ততায় কালিয়াকৈরে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ 

টঙ্গীতে মাদকসহ স্বামী স্ত্রী গ্রেফতার