লৌহজং উপজেলা, আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
লৌহজং প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার,মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়, আজ বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০ মিনিটের সময়। উপজেলা পরিষদের সভাকক্ষে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেসার উদ্দিনের সভাপতিত্বে। এসময় উক্ত সভায় বক্তব্য রাখেন, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, হারুনুর রশিদ। পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ জাকির হোসেন। লৌহজং উপজেলা হেলথ কম- প্লেক্সের টি এস ও, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ খান, লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সিকদার। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এ ছাড়া এসময় উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও লৌহজং প্রেসক্লাবের সভাপতি এম তরিকুল ইসলাম মাহবুব। সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদ সুরুজ, সহ অন্য অন্য সাংবাদিক বৃন্দ। উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অবৈধ বালুকাটা প্রতিরোধ, বাল্যবিবাহ ও মাদক নির্মূল, অপ সাংবাদিকতা বিষয় সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।